এড্রেস অনুসন্ধান করা

Fahad Islam
0

আইপি এড্রেস অনুসন্ধান করা

দাতার আইপি অনুসন্ধান :

আপনার মেইলবক্স খুলুন। তার থেকে যেকোন একটি ইমেইল খুলুন। Reply-তে ক্লিক করুন। এবার Show original এ ক্লিক করুন। এখন যে তথ্যগুলাে আসবে সেগুলাে খুব ভালােভাবে খেয়াল করুন। সেখানেই হয়তো আপনি ইমেইল দাতার আইপি দেখতে পাবেন।
কিন্তু gmail থেকে যদি কেউ আপনাকে মেইল করে তাহলে এই পদ্ধতি অনুসারে আপনি আইপি খুজে পাবেন না। এখন উপায়?
দাড়ান দাড়ান অস্থির হবেন না। এক্ষুনি তা বলছি।

আসলে মূল ব্যাপারটি হচ্ছে gmail সবসময় https ব্যবহার করে। আমরা সাধারনত ওযেবসাইটের এড্রেসে দেখতে পাই http যার সম্পূর্ণ রূপ হচ্ছে Hyper Text Transfer Protocol. আর https হচ্ছে এই http টির সিকিওর রূপ। এই কারনেই কারনেই gmail এ আপনি IP  খুজে পাওয়া যায় না। 
এখন যেই পদ্ধতিটির কথা আপনাদের। বলব সেটি হচ্ছে প্রায় সব ধরনের ইমেইল এড্রেস (ইয়াহুমেইল, জিমেইল, এমএসএন ইত্যাদি) থেকে আইপি বের | করার পদ্ধতি। প্রথমেই http://readnotify.com/ সাইটটি খুলুন। এরপর এখানে রেজিষ্ট্রেশন করুন। এখন আপনি যার ইমেইল এড্রেস অনুসন্ধান করতে চান তার বরারব একটি মেইল লিখুন। এবার ইমেইল এর To সেকশন এরিয়ায় লিখুন victim'semailid.rednotify.com পাঠিয়ে দিন। যখন সে ইমেইলটি পড়বে তখন স্বয়ংক্রিয়ভাবে আপনার রিডনােটিফাই একাউন্টে তার আইপি চলে আসবে। আসলে রিডনােটিফাই একটি স্বয়ংক্রিয় লুকানাে ছবি আপনার ইমেইলের সাথে ঐ ব্যাক্তি বরাবর পাঠিয়ে দেয়। যার ফলে আপনি তার আইপি পেয়ে যান। পদ্ধতিটি খুব কাজের।
ঐ ওযেব সাইড টি পছন্দ না হলে নিচের গুলাে ব্যবহার করতে পারেন :

অবস্থান অনুসন্ধান : 

আমরা তাে আইপি পেলাম। এবার দেখব কিভাবে ঐ ব্যাক্তির অবস্থান সম্পর্কে জানা যায়। অর্থাৎ ব্যাক্তিটি কোন দেশের কোন শহরে আছে তা জানা। 
প্রথমেই http://www.ip2location.com/ সাইটটি খুলুন। এই সাইটটির খালি ঘরে আপনার কাঙ্খিত আইপি এড্রেসটি বসিয়ে দিন আর মজা দেখুন।
যার সাথে আপনি chating করছেন তার অবস্থান কীভাবে জানবেন:
যার সাথে আপনি চ্যাটিং করছেন তাকে তার আইপির ব্যাপারে জিগ্যেস করুন। সে বললে তাে আপনার কাজ সহজ হয়ে গেলো। আর না বললে কি করবেন? একটু ধৈর্য ধরুন বলছি। আপনি ইন্টারনেটে যতগুলাে কানেকশনের সাথে যুক্ত আছেন ঠিক ততগুলাের তথ্যই এই। কমান্ডটির মাধ্যমে পাওয়া যাবে। আরেকটু ভেঙ্গে বলছি। ধরুন, মনে করুন আপনি ফেসবুকে,জিমেইলে এবং টেকটিউনসে একই সঙ্গে প্রবেশকরে আছেন। উপরের কমান্ডটি এই তিনটি সার্ভার সম্পর্কেই আপনার কাছে তথ্যসাপ্লাই করবে। বর্তমানে ইন্টারনেটে এক এক ব্যাক্তি চ্যাটিং এর এক এক পন্থাব্যবহার করে। যেমন : ICQ Messenger, MSN Messenger, Yahoo Messenger, Gtalk, Meebo, Gigsby, AIM ইত্যাদি। তাহলে বুঝুন কতটুকু ঝামেলার কাজ আপনি করতে যাচ্ছেন ? নিচে  কয়েকটি পদ্ধতি দেওয়া হলো।


  1. যদি আপনি ICQ Messenger এ চ্যাট করেন আর সেখানের কারও অবস্থান জানতে চান তাহলে এ পদ্ধতিটি কাজে লাগান। ICO Messenger এর কাজ করার ধরন হচ্ছে (আপনি->আপনার বন্ধ->আপনি) এইভাবে। তাই। কারও আইপি সংগ্রহ করাএক্ষেত্রে খুব সহজ কাজ। মনে করুন আপনি কারও আইপি জানতে চাচ্ছেন তাহলে তাকে হিট করুন কিন্তু চ্যাটিং শুরু করবেন না। এবার Start->Run->cmd->netstat -nএন্টার দিন। যে আইপিগুলাে আসবে তা কোন রাফ কাগজে লিখে রাখুন। এবার আপনি তার সাথে চ্যাটিং আরম্ভ করুন। আবার Start->Run->cmd- >netstat -nএন্টার দিন। এবার আপনি সেখানে নতুনএকটি আইপি দেখতে পাবেন। আর এই ব্যাক্তির সাথেইআপনি এথন চ্যাটিং এ ব্যাস্ত। এবার কিভাবে তার অবস্থান বের করবেন তা নিশ্চয়ই আর বলে দিতে হবে না।
  2. Yahoo Messenger, MSN Messenger, GTalk Messenger এর ক্ষেত্রে উপরােক্ত মেসেনজারগুলাের কাজ করার। ধরন হচ্ছে (আপনি-মেসেনজারেরসার্ভার-আপনার বন্ধু) এইভাবে। এখানে যদি আপনি ক্ষেত্র-১ এর পদ্ধতি কাজে। লাগান তাহলে আপনি মেসেনজারের আইপি পাবেন, ব্যাক্তির না। এইক্ষেত্রে আপনি চালাতে পারেন সােস্যাল ইনিজনিয়ারিং (সােস্যাল ইনিজনিয়ারিং নিয়ে পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ)। সােস্যাল ইনিজনিয়ারিং হচ্ছে কাউকে বােকা বানিয়ে তাকে হ্যাকিং করা। আর এই Messenger ক্ষেত্রে মনে রাখবেন অধিকাংশ Messenger এই কাজটি করে থাকে। আপনি আপনার সাথে চ্যাটিংকৃত ব্যাক্তিটিকে বলুন আপনার কাছে। কোন ফাইল পাঠাতে বা তাকে আপনিকিছু পাঠাতে পারেন, সেটা হতে পারে কোন ছবি বা আপনার ছবি। যদি সে। রাজি হয় তাহলে ক্ষেত্র-১ এর পদ্ধতি চালিয়ে যান। যখন আপনি তার সাথে চ্যাটিং করবেন তখন আপনি । অতিরিক্ত যে আইপি এড্রেসটি দেখতে পাবেন সেটি হচ্ছে মেসেনজারেরআইপি আর যখন সে আপনার কাছে কোন। কিছু পাঠাবে তখন আরেকটি নতুন আইপি দেখতেপাবেন, সেটি হচ্ছে তার আইপি। এছাড়াও আরও একটি উপায়। আছে তা হল, আপনি তাকে আপনার কাছে একটি মেইল পাঠাতে বলতে পারেন। যখনই সে মেইল পাঠাবে আপনি। রিডনােটিফাই পদ্ধতি চালিয়ে যান যা আগে বলা হয়েছে। 
  3. Meebo, Gigsby, Trillion ইত্যাদি মাল্টি চ্যাটিং ইনিজনের ক্ষেত্রে কোন পদ্ধতি নেই। শুধু এতটুকুই করা যায় তা হল আপনি বলতে পারেন আপনাকে মেইল করতে আর আপনি রিডনােটিফাই পদ্ধতি চালাতে পারেন। আসলে কারও আইপি পাওয়া তেমন কঠিন কাজ নয় আর এটা তেমন বড় ধরনের কাজও নয়। আইপিএড্রেসের ব্যাপারে বলতে গেলে অনেক কথা বলতে হয়। আইপি এড্রেস রয়েছে বিভিন্ন ধরনের। আবার সেখানে সাবনেট আইডি এবং হােস্ট আইডি নামক ব্যাপার রয়েছে। 
ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top