হ্যাকার কাকে বলে?

Fahad Islam
0

 হ্যাকার কাকে বলে?

হ্যাকার হচ্ছেন সেই ব্যক্তি যিনি নিরাপত্তা/অনিরাপত্তার সাথে জড়িত এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বল দিক খুঁজে বের করায় বিশেষভাবে দক্ষ। অথবা অন্য কম্পিউটার ব্যবস্থায় অবৈধ অনুপ্রবেশ করতে সক্ষম বা এর সম্পর্কে গভীরজ্ঞানের অধিকারী। 



সাধারনভাবে হ্যাকার শব্দটি "কালাে-টুপি" হ্যাকার অর্থেই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যারা। মূলত যারা ধ্বংসাত্মক বা অপরাধমূলক কর্মকান্ড করে থাকেন। তাছাড়া আরাে নৈতিক হ্যাকার রযেছেন (যারা সাধারনভাবে 'সাদা টুপি' হ্যাকার নামে পরিচিত) এবং নৈতিকতা সম্পর্কে অপরিষ্কার হ্যাকার আছেন যাদের "ধূসর টুপি" হ্যাকার বলে। 

এদের মধ্যে পার্থক্য করার জন্য প্রায়ই ক্র্যাকার শব্দটি ব্যবহার করা হয়। যা কম্পিউটার নিরাপত্তা হ্যাকার থেকে একাডেমিক বিষয়ের হ্যাকার থেকে আলাদা করার জন্য ব্যবহার করা হয় অথবা অসাধু। হ্যাকার (কালাে টুপি হ্যাকার) থেকে নৈতিক হ্যাকারের (সাদা টুপি হ্যাকার) পার্থক্য বুঝাতে ব্যবহৃত হয়। 

হ্যাকাররা ভার্চুয়াল জগতে নতুন কিছু সৃষ্টি করতে পারে। সমস্যার সমাধান করতে পারে। তারা স্বাধীনতা এবং পারস্পরিক সহযােগীতায় বিশ্বাসী। 

হ্যাকার হওয়ার সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনাকে আগে ঠিক করতে হবে আপনি কোন ধরনের হ্যাকার হবেন। উপরে ৩ ধরনের হ্যাকার সম্পর্কে বলা হয়েছে। আপনাদের সুবিধার্থে আরেকটু পােষ্ট করছি।

সাদা টুপি হ্যাকার (White Hat Hacker): এরা কম্পিউটার তথা সাইবার দুনিয়ার নিরাপত্তা প্রদান করে। এরা কখনো অপরের ক্ষতি সাধন করে না। এদেরকে ইথিক্যাল হ্যাকারও বলা হয়ে থাকে।

ধূসর টুপি হ্যাকার (Grey Hat Hacker): এরা এমন একধরনের হ্যাকার যারাসাদা টুপি ও কালাে টুপিদের মধ্যবর্তী স্থানে অবস্থান করে। এরা ইচ্ছে করলে কারো ক্ষতি সাধনও করতে পারে আবার উপকারও করতে পারে।।

কালাে টুপি হ্যাকার (Black Hat Hacker): এই হ্যাকার বলতে সাধারনত কালাে টুপিহ্যাকারদেরই বুঝায়। এরা সবসময়ই কোন না কোন ভাবে অপরের ক্ষতি সাধন করে। সাইবার দুনিয়ায় এরা সবসময়ই ঘৃনিত হয়ে থাকে। এছাড়াও আর কিছু হ্যাকার ধরন রয়েছে যেমন :

স্ক্রিপ্ট কিডি (Script Kidie): এরা নিজেরা কিছুই পারে না বরং বিভিন্নটুলস্ বা অন্যের বানানাে স্ক্রিপ্ট ব্যবহার করে এরা কার্যোসিদ্ধি করে।

নিওফাইট বা নােব (Neophyte or noob): এরা হ্যাকিং শিক্ষার্থী। এরা হ্যাকিং কেবল শিখছে। অন্য অর্থে এদের। বিগিনার বা নিউবাই বলা যায়।


হ্যাকার কারা? হ্যাকারদের জন্য ফোরাম রিসাের্স

হ্যাকার হচ্ছেন একজন ব্যাক্তি যিনি শুধুমাত্র বিভিন্ন সিস্টেম এর সুর্বলতা খুজে বের করেন। কিন্তু তিনি এর ক্ষতিসাধন করেন না। একজন হ্যাকার মূলত একজন প্রােগ্রামার যার প্রধান কাজ হচ্ছে অনলাইনে কোন সিস্টেমের দূর্বল দিকগুলাে খুজে বের করা। তারা প্রােগ্রামার এবং তারা প্রােগ্রাম নতুন নতুন দূর্বলতা বের করতে ব্যবহার করে।

হ্যাকার ফোরাম :

আপনি একজন হ্যাকার হতে হলে প্রথমে আপনাকে বিভিন্ন ইথিকাল হ্যাকার যারামূলত ইলিট (এ ব্যাপারে আগের অধ্যায়ে বলা হয়েছে)। তাদের থেকে গুরুত্বপূর্ণ টিপসগুলাে শিখে নিতে হবে। নিচে হ্যাকারদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ ফোরামের লিংক প্রদান করা হল। বিভিন্ন ধরনের টিপস নিযে আলােচনা হয় ফোরামে। ফোরামগুলােতে যােগদিন এবং নিয়মিত পােষ্টগুলাে পড়ুন। কোন বিষয় জানতে চাইলে সেখানেই সাহায্য চাইতে পারেন।

হ্যাকিং করতে হলে বিভিন্ন সফটওয়্যার প্রয়ােজন হয়। প্রযােজন হয় কোড, স্ক্রিপ্ট, ডর্ক ইত্যাদির। নিচে কিছু লিংক দেওয়া হল যেখান থেকে আপনি অনেক মূল্যবান হ্যাকিং রিসাের্স পেতে পারেন যা আপনাকে হ্যাকার হতে সাহায্য করবে।

http://www.ethicalhacker.net/

http://insecure.org/

http://hacker.resourcez.com/

http://www.certifiedethicalhacker.com/

http://www.elitehack.net/http://www.elite-hackers.com/

http://www.exploit-Theira db.com/

http://www.1337day.com/

http://www.breakthesecurity.com/

http://www.thehackerslibrary.com/

http://www.port7alliance.com/

http://www.hackers.nl/

http://hackmein.tripod.com/

http://kyrionhackingtutorials.com/

http://www.hackinggurus.net/

http://hackmyass.wordpress.com/

http://www.borntohack.in/

http://www.criticalsecurity.net/

http://www.mpgh.net/

http://www.duniapassword.com/

http://www.progamercity.net/JPA


নিচে কিছু মুভির নাম দেয়া হল যা একজন হ্যাকারের দেখা অত্যান্ত গুরুত্বপূর্ণ। তাহলে এখনই আরম্ভ করে দিন বিনােদন। আর হ্যা কোনটা কেমন লাগলাে সে সম্পর্কে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ভালাে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই।


  • ONE POINT O (2004)
  • REVOLUTION OS (2001)
  • THE NET (1995)
  • TRON : LEGACY (2010)
  • THE ITALIAN JOB (2003)
  • DISCLOSURE (1994)
  • JURASSICPARK(1993)
  • SWORDFISH (2001)
  • THE THIRTEENTH FLOOR (1999)
  • UNTRACEABLE (2008)
  • GAMER (2009)
  • TRON (1982) 
  • THE GIRL WITH THE DRAGON TATTOO (2009)
  • WARGAMES (1983)
  • DIE HARD 4:LIVE FREE OR DIE HARD (2007) SNEAKERS (1992)
  • THE MATRIX (1999)
  • EXISTENZ (1999)
  • THE CONVERSATION (1974)
  • THE SCORE (2001)
  • FOOLPROOF (2003)
  • HACKER (1995)
  • ANTITRUST (2001) 
  • PIRATES OFSILICONVALLEY(1999)
  • THE LAWNMOWER MAN (1992)
  • THE CORE (2003)
  • VIRTUOSITY (1995)
  • TAKEDOWN (2000)
  • DEJA VU (2006)

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top