ভিপিএন কী আপনার লোকেশন লুকিয়ে রাখতে পারে?

Fahad Islam
0

  ভিপিএন এর আসল ব্যবহারই হলো আপনার তথ্য গোপন করা এবং অনলাইনে সেবা নেওয়া। এখানে আপনার আসল আইপি এড্রেস, পরিচয় গোপন রাখা হয়। তবে :-



  • ফ্রি vpn আপনার সম্পর্কিত তথ্য বিক্রি করে দেয়। এই তথ্য বিক্রির টাকা দিয়ে তারা ব্যবসা চালু রাখে। তাই আপনার মূল পরিচয় প্রকাশ হতে পারে।

  • পেইড vpn আপনার তথ্য বিক্রি করে না। তাই এই সার্ভিস নিলে আপনার গোপনীয়তা বজায় থাকার সম্ভাবনা বেশি থাকে।

  • কিছু দেশের সরকার গোপনীয়তা নিয়ে বিশেষ আইন প্রণয়ন করে থাকে। এর আওতায় থাকলে কিছু স্পেশাল কারণে (যেমন মনে করুন - সন্ত্রাসী আক্রমণ) - সরকার পেইড vpn কেও নির্দেশ দিতে পারে। ব্যক্তির অরিজিনাল এড্রেস জানানোর। তখন প্রতিষ্ঠান তথ্য দিলে সরকার আপনাকে খুঁজতে পারবে।

  • কখনো কখনো vpn এর রিভার্স ইঞ্জিনিয়ারিং করা হয়। এই পদ্ধতিতে আপনার আসল লোকেশন জেনে ফেলা সম্ভব হতে পারে।

যদি প্রাইভেসি বিবেচনাতেই ব্যবহার করতে চান: Tor ব্যবহার করুন। কেননা এটা vpn এর থেকে তুলনামূলক নিরাপদ।

ধন্যবাদ।

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top