একটি ওয়েবসাইট দিনে বা মাসে কত টাকা উপার্জন করছে কীভাবে জানবেন

Fahad Islam
0

আমাদের সবারই একটা না একটা পছন্দের ওয়েবসাইট আছে। হতে পারে ফেসবুক/ইউটিউব বা অন্য কোনো ওয়েবসাইট যেখানে আপনি নিয়মিত ভিজিটর। আপনাদের মনে মাঝে মাঝে প্রশ্ন জাগে না? সে ওয়েবসাইটিটি দিনে বা মাসে কত টাকা উপার্জন করছে। আপনার প্রতিটি পেজ ভিউ এ ঐ ওয়েবসাইটটি কত টাকা পাচ্ছে।



আজকে আমরা দেখবো কোন ওবেওসাইটটি দিনে কত টাকা করে ইনকাম করছে।

সর্বপ্রথম এই লিংকটিতে ক্লিক করুন। তাহলে আপনি একটা ওয়েবসাইট এ চলে যাবেন । ওয়েবসাইটটির নাম https://www.siteworthtraffic.com/

এই ওয়েবসাইটি ওপেন হওয়ার পর আপনি নিচের মতো একটা ফাকা বক্স দেখতে পাবেন।

 


এখানে আপনি যে ওয়েবসাইটটির ব্যাপারে বিস্তারিত দেখতে চান সেই ওয়েবসাইটটির নাম দিবেন। ডোমেন নেম সহকারে। আমি এখানে daraz.com দিচ্ছি তারপর Submit এ ক্লিক করলাম।

 


তারা নিচে daraz.com এর সব তথ্য দিয়ে দিয়েছে। তারা Google ads থেকে মোট ২৫১৮৫$ ইনকাম করেছে। ১১ দিন আগের রিপোর্ট অনুসারে। 

 


আপনারা যদি আজকের রিপোর্টটি জানতে চান তাহলে Update Now তে ক্লিক করবেন । তারপর রোবট ভেরিফিকেশন করলেই দেখতে পারবেন। আজকের রিপর্ট চলে এসেছে।



তারপর যদি আপনি আর একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে দেখবেন ওবেসাইটটিতে দিনে কতটি ভিজিটর আসছে এবং তাদের মোট কত পেজ ভিউজ হচ্ছে । এবং তারা ঐ ভিজিটর থেকে কত টাকা করে পাচ্ছে।

 


তারপর আপনি দেখতেপাবেন তারা মাসিক কত টাকা ইনকাম করছে

 


আবার ১ বছরে কতটাকা ইনকাম করছে google ads থেকে।

এভাবেই আপনি আপনার পছন্দের ওয়েবসাইটিটির সম্পর্কে অনেক সহজেই জানতে পারবেন।

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top